রমজান মাহমুদ

জন্ম        : ১০ নভেম্বর ১৯৭১

জন্মস্থান   : পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।

পিতা      : মোহাম্মদ সোলায়মান

মাতা      : ফাতেমা খাতুন

শিক্ষা      : এম এসসি (গণিত), এম এড

প্রকাশিত গ্রন্থ : ১৬

সম্পাদনা :

ছড়ার কাগজ (ছড়াবিষয়ক ছোট পত্রিকা)

কিশোর কাগজ (ছোটদের সাহিত্য পত্রিকা)

লিমেরিক (লিমেরিকবিষয়ক ছোট পত্রিকা)

ছড়া পড়ি জীবন গড়ি (বাংলাদেশের কিন্ডারগার্টেনে পাঠ্য)

ওরে নবীন ওরে আমার কাঁচা (ছড়া-কবিতার সংকলন : আনিসুল হক, আখতার হুসেন, সুজন বড়ুয়ার সাথে যৌথ সম্পাদনা)

আমরা করব জয় (ছড়া-কবিতার সংকলন : আনিসুল হক, আখতার হুসেন, আলম তালুকদার, সুজন বড়ুয়া, আসলাম সানীর সাথে যৌথ সম্পাদনা)।

 

সংগঠন :

সদস্য : বাংলা একাডেমি

পরিচালক : বাংলাদেশ ছড়া একাডেমি

সম্পাদক : ম্যাজিক লণ্ঠন (কবিতাবিষয়ক সংগঠন ও পত্রিকা),

পরিচালক : চট্টগ্রাম একাডেমি

সাধারণ সম্পাদক : বাংলাদেশ লিমেরিক সোসাইটি

আজীবন সদস্য : বাংলাদেশ গণিত সমিতি

আজীবন সদস্য এবং সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক :

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

প্রতিষ্ঠাতা পরিচালক : অক্ষর সাহিত্য গোষ্ঠী।

 

পুরস্কার :

অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার (১৪১৪ বঙ্গাব্দ), এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্মাননা (২০১১)।